জি-মানিট্রান্সের এপস ব্যবহার করে বিশ্বব্যপী যে কোন দেশের মোবাইল রিচার্জ করতে পারবেন মুহূর্তেই। মোবাইল নেটওয়ার্ক, রিচার্জের পরিমান নির্বাচন করে জি-মানি’পে একাউন্টের মাধ্যমে মুহূর্তেই ইচ্ছেমত রিচার্জ করুন।
মোবাইল রিচার্জ করার পূর্বেই জি-মানি’পে একাউন্টে ব্যালেন্স থাকা জরুরী। জি-মানি’পে একাউন্টে ব্যালেন্স যুক্ত করতে অনুগ্রহপূর্বক “কিভাবে জি-মানি’পে একাউন্টে ব্যালেন্স যুক্ত করবেন” এই পোস্ট-টি দেখুন !
কিভাবে মোবাইল রিচার্জ করবেন / ইন্টারনেট প্যাকেজ চালু করবেন ?
- প্রথমে মোবাইল রিচার্জ বাটনে চাপুন
- “Add Receiver” অপশনে চাপুন।
- মোবাইল নাম্বারটি যদি সেভ করা থাকে, তবে ফোনবুকে ক্লিক করে নির্বাচন করুন অথবা নতুন নাম্বারে রিচার্জ করতে ডায়াল প্যাডে চাপুন
- যে দেশের মোবাইল নাম্বারে রিচার্জ করুন – তা নির্বাচন করুন
- মোবাইল নাম্বারটি লিখুন
- মোবাইল নাম্বার ব্যবহারকারীর নাম লিখুন পরবর্তীতে সহজে রিচার্জ করার জন্য।
- মোবাইল অপারেটরের নাম নির্বাচন করুন ( যেমন – 017 এর জন্য GrameenPhone)
- রিচার্জের পরিমান নির্বাচন করুন
- প্রদত্তসমূহ তথ্যসমূহ চেক করুন এবং “Proceed to payment” অপশনে ক্লিক করুন
- আপনার ৬ সংখ্যার পিনকোড করুন এবং “Done” বাটনে চাপুন
Contacts:
Official Website: https://www.gmoneytrans.com/
Official FB: https://www.facebook.com/gmoneytrans/
Support Centre: 1670-4565
Business Hours of Support Centre:
Every day from 10:00 to 20:00
Business Hours of Branches:
Every day from 10:00 to 20:00
Locations:
Seoul (Dongdaemun) 305-2, Jong-ro, Jongno-gu, Seoul
Ansan 2F, 17, Damunhwa-gil, Danwon-gu, Ansan-si, Gyeonggi-do
Gimhae 105, 321, Bunseong-ro, Gimhae-si, Gyeongsangnam-do